About Lesson
ভূমিকা
মডেল ফার্মেসী স্থাপন ও পরিচালনার জন্য কিছু আদর্শ মান তৈরি হয়েছে। ওষুধ ডিসপেন্সারের ডিসপেন্সিং দক্ষতা, প্রাতিষ্ঠানিক যোগ্যতা, সেবা প্রদান পদ্ধতি, বিক্রয়কৃত ওষুধের ধরন এবং ফার্মেসীর অবকাঠামো এই প্রতিটি বিষয়কে গুরত্ব দিয়ে তৈরি করা হয়েছে এই নীতিমালা।